সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদন:০৯ মার্চ নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর দাবা ক্লাবের বার্ষিক বনভোজন ও কৃতি দাবা খেলোয়াড়দের পুরস্কার -সার্টিফিকেট বিতরণ করেন ক্লাবের উপদেষ্টা সদস্য ও চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক, অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নুরুল আমিন সোহেল। আজ বৃহস্পতিবার (০৯মার্চ) রাতে নেভী হাসপাতাল গেইট এলাকায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
বিশেষ অতিথি -প্রবাসী , সাবেক স়ংগঠক মোঃ নবী হোসেন, ক্লাবের উপদেষ্টা সদস্য মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট দাবাড়ু মোঃ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা সদস্য মোঃ আব্বাস উদ্দীন।
মোঃ নুরুল কবির মূসা’র সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম আহমেদ,সা: সম্পাদক শিক্ষক মোঃ আব্দুল হামিদ, আজীজ উদ্দিন, কবি নিজাম উদ্দিন, নুরুল ইসলাম ঈশা, শিক্ষক এবিএম মুক্তাদির আহমদ, আব্দুর রহমান, ক্রীড়া সংগঠক মোঃ আবু জাফর বাবু, সদস্য মোঃ হাসান, বাবলু চাকমা, রাজেশ্বর মজুমদার অর্জন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত মাসে জেলা বাছাই দাবা লিগে রানার্স আপ হয়ে জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করাতে ক্লাবের সদস্য বাবলু চাকমা কে এবং ভাষা দিবসের রেপিড রেটিং আন্ত: ক্লাব দাবায় চ্যাম্পিয়ন শামীম আহমেদ, রানার্স আপ মোঃ হাসান,৩য় প্রদান মোঃ হামিদ ও ৪র্থ রাজেশ অর্জন কে অতিথিরা পুরস্কার তুলে দেন।
পরিশেষে এক ভোজন সভা অনুষ্ঠিত হয়েছে।