বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ অপরাহ্ন
ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি,গোপালগঞ্জ থেকে: মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী।
উপজেলার জলিরপাড় ইউনিয়নের ফুলকুমারি এলাকায় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে বিয়ে বাড়িতে অভিযান চালান ইউএনও এস এম ইমাম রাজী টুলু।
এ সময় কনের পরিবারের সদস্য সহ দুলাভাইকে বিয়ে বন্ধ করার নির্দেশ দিয়ে মুচলেকা নেয়া হয়, ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীর বিয়ে না দেয়ার।
বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলার রাজ্যের পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয় তার বোনের বাড়ি মুকসুদপুর উপজেলার ফুলকুমারীতে।
ইউএনও এস এম ইমাম রাজী টুলু বলেন‘ওই ছাত্রীর পরিবার প্রশাসনের নজর এড়িয়ে তার বিয়ে দেয়ার চেষ্টা করে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা আমাকে জানান তার বয়স ১৮-এর কম। তারা বিয়ে বন্ধের অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই এবং দুই পক্ষের অভিভাবকদের সঙ্গে আলাপ করে তাদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।’
ইউএনও আরও বলেন, ‘প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দেয়ার জন্য আমি ওই ছাত্রীর অভিভাবককে পরামর্শ দিয়েছি। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়ে এবং ছেলের পরিবার লিখিত অঙ্গীকারে স্বাক্ষর করেছেন।