সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
মোঃরজিবুল ইসলাম সুইট,বিভাগীয় প্রধান খুলনা :- নড়াইল জেলার সদর থানাধীন চাঁচড়া গ্রাম থেকে অভিনব কায়দায় বহন করা অবস্থায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলী মোল্যা (৪০),কে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ।
০৮/০৩/২০২৩ইং তারিখ ১৭:৩০ ঘটিকার সময় চাঁচড়া গ্রাম থেকে অভিনব কায়দায় বহন করা অবস্থায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলী মোল্যা (৪০), পিতা- মৃত: মোজাহার মোল্যা, সাং-চাঁচড়া,থানা ও জেলা- নড়াইল, আসামিকে গ্রেপ্তার করে।
আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা রুজু হয়। আসামিকে জেল হাজতে প্রেরণের কাজ প্রক্রিয়াধীন।
জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের কর্ণধর জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক নড়াইল জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।