শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন
ফিরোজ মাহমুদ, স্টাফ রিপোর্টার (খুলনা) খুলনায় আজ বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেলা উদ্বোধন করেন খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরা নাসরিন আঞ্চলিক পরিচালক বিসিক আঞ্চলিক কার্যালয় খুলনা, জনাব সিদ্দিকুর রহমান বুলু সহ-সভাপতি খুলনা চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রি। আরও উপস্থিত ছিলেন জনাব বায়োজিদ ইমরান সহকারী কমিশনার কে এমপি খুলনা ,উদ্যোক্তা মেলায় বিশেষভাবে উপস্থিত ছিলেন এম এনাম আহমেদ উপ মহাব্যবস্থাপক খুলনা জেলা কার্যালয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি আসন অলংকৃত করেন পুলক কুমার মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা । উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন জন জেলা প্রশাসক মহোদয়। এ বছরের মেলায় বিভিন্ন ধরনের মোট ৩৫ টি স্টল এ উদ্যক্তাগণ অংশগ্রহণ করছে । মধু, কাপড়, বই ,হস্তশিল্প, কাঠের জিনিসপত্র, সহ বিভিন্ন ধরনের আইটেম স্টলে স্থান পেয়েছে। ৯ তারিখ হইতে ১৮ তারিখ পর্যন্ত এই মেলা চলবে ।