সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
তুফান চাকমা, রাঙামাটি:- স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ এর উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা কতৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ই মার্চ) বিকেলে পিবি এল সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি প্রফেসর ড. কাঞ্চন চাকমার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা কমিটির সদস্য অরুণ কুমার চৌধুরির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি অমল কান্তি চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. শিশু মনি চাকমা, সাংগঠনিক সম্পাদক ড.নিখিল কুমার চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সদস্য সেলিম মাহমুদ সাগর প্রমুখ।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এই ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। কোনো ধরনের আপোসের পথে না গিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষজীবন উৎসর্গ করে, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিয়ন্ত্রণ থেকে বাঙালির জাতীয় মুক্তি।
এছাড়াও বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলকে আহবান জানান।