নিজস্ব প্রতিবেদক:- বিস্তারিত, মোঃ নজরুল ইসলাম খান, পিতা- মৃত আব্দুর রহিম খান (মনু খান)মাতা- সুরাতন বিবি, স্থায়ী সাং- উত্তর বাজিকরের খন্ড, ডাকঘরঃ সুন্দরবন, উপজেলাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট। বর্তমান সাং- চান্দার পাড়া, দক্ষিণ মধ্যম হালিশহর, ৩৮নং ওয়ার্ড, ডাকঘর + থানাঃ বন্দর, জেলাঃ চট্টগ্রাম।
পক্ষে,মোঃ জাহিদুল ইসলাম,এডভোকেট জর্জ কোর্ট, চট্টগ্রাম রুম নং-২১ (গ্রাউন্ড ফ্লোর) আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম। ========== লিগ্যাল নোটিশ দাতা।
প্রতি,
জহুরুল খান, পিতা- মৃত আব্দুর রহিম খন (মনু খান) মাতা- সুরাতন বিবি স্থায়ী সাং- উত্তর বাজিকরের খন্ড, ডাকঘরঃ সুন্দরবন, উপজেলাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট।
মোবাইলঃ ০১৬২০-৮৮৮৯২৯, ০১৭২৯- ১৪৬৬১৪, ===লিগ্যাল নোটিশ গ্রহীতা।
জনাব,
আমার উপরোক্ত মক্কেল নোটিশদাতার অনুরোধক্রমে দায়িত্বপ্রাপ্ত হইয়া আপনি নোটিশ গ্রহীতাকে
এই মর্মে নোটিশ প্রেরণ করিতেছি যে,
১। আমার মক্কেল নোটিশ দাতা এবং আপনি নোটিশ গ্রহীতা পরস্পর সহোদর ভাই হন। আমার মক্কেল নোটিশ দাতা এবং আপনি নোটিশ গ্রহীতার পিতা-মৃত আব্দুর রহিম খান (মনু খান), ০৫ ছেলে ০৪ মেয়ে এবং ১ স্ত্রী ওয়ারিশ রাখিয়া মারা যান। আপনাদের পিতা উক্ত মৃত আব্দুর রহিম খান (মনু খান) এর মৃত্যুতে আপনারা ওয়ারিশগণ সকলে আপনাদের পিতার সমুদয় সম্পত্তিতে
সমহারে অংশীদার হন।
আপনাদের পিতা উক্ত আব্দুর রহিম খান (মনু খান) বিগত ২৮/০৮/১৯৫৭ইং তারিখ বাগেরহাট জেলাধীন ১৭০নং বাজিকরের খন্ড মৌজার এস.এ ৫০৫ নং খতিয়ানের ৫৮২৪, ৫৮২৫ ও ৫৮২৬ নং দাগের এবং হাল জরিপের ডিপি ১২৭৫ নং খতিয়ানের ৭০৪৫, ৭০৪৪, ৭০৪০ নং দাগের পরিমান ১.০৯ একর ভুমি একই এলাকার শ্রী রাজবিহারী হাওলাদার, পিতা-শ্রী গুরুচরণ হাওলাদার এর নিকট থেকে ক্রয় করেন।
আপনার পিতার মৃত্যুতে উক্ত ১.০৯ একর জমিতে আপনি নোটিশ গ্রহীতাসহ সকলেই ওয়ারিশান হিসাবে অংশীদার হবেন। কিন্তু আপনি নোটিশ গ্রহীতা উক্ত ১.০৯ একর জমি থেকে কিছু অংশ ক্রয় করিয়াছেন বলিয়া দাবী করিয়া জবর দখল করে ভোগ দখল করিতেছেন। উক্ত জমিতে আপনার জবর দখলের ব্যাপারে আপনার মাতা সুরাতন বিবি আপনাকে জিজ্ঞাসাবাদ করিলে আপনি নোটিশ গ্রহীতা আপনার মাতার উপর ক্ষিপ্ত হইয়া যান এবং আপনার গর্ভধারনী মাতাকে অশ্লীল ভাষায় গালাগালিজ সহ মারধর
করতে উদ্ধত হন। তদপর আপনার মাতা আপনার উক্ত আচরণের ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন।
আপনি নোটিশ দাতা আপনার পিতার উক্ত ১.০৯ একর জমির অংশীদার হিসাবে প্রাপ্ত অংশের থেকে কিছু অংশ বেশী দাবী করিয়া জবর দখর করিতেছেন। আপনার উক্তরূপ কার্য্যকলাপ দ্বারা দেওয়ানী ও ফৌজদারী অপরাধ সমূহ প্রকাশ পাইতেছে।
এমতাবস্থায় অত্র লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনাকে জানানো যাইতেছে যে, অতি শীঘ্রই আপনি নোটিশ গ্রহীতা উক্ত অতিরিক্ত জমির জবর দখল ছাড়িয়া দিয়া ওয়ারিশ হিসাবে আপনার প্রাপ্য অংশে ভোগ দখল করিবেন অন্যথায় আমার মক্কেল নোটিশ দাতা আপনার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী আদালতে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবেন।
বিঃ দ্রঃ অত্র নোটিশের অনুলিপি পরবর্তী কার্যক্রমের জন্য আমার অফিসে সংরক্ষিত রহিল।