1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বন্দরটিলা কাঁচাবাজার এলাকায় নুসরাত জাহান  সাবিনা নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু দেওয়ানগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ আটক-০১ পাঁচবিবিতে মেয়াদউত্তীর্ণ জেলা ও উপজেলা পকেট কমিটি বাতিলের দাবীতে বিএনপির সংবাদ সম্মেলন বটিয়াঘাটা ভান্ডারকোট ইউনিয়নে আদালতে মামলা থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস, শুনানি ১৯ নভেম্বর বটিয়াঘাটায় কৃষি প্রনোদনা ও ইঁদুর নিধন কর্মসুচির সভা অনুষ্ঠিত পাঁচবিবি উপজেলার মহিপুরে আগাম আখচাষী মতবিনিময় সভা  অনুষ্ঠিত বাঘায় সাংবাদিক আবুল হাশেম ও তার বাবার উপর হামলা। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ শফিউল আলম গ্রেফতার। বরগুনায় শ্রমিক লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া গ্রেফতার 

যশোর পিবিআই কর্তৃক ২৪ ঘন্টার মধ্যে অভয়নগরে রাশেদ হত্যা মামলার রহস্য উন্মোচন এবং আসামী গ্রেফতার – ০৩

  • আপডেট সময়ঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬২ জন দেখেছেন

মোঃ রজিবুল ইসলাম সুইট, বিভাগীয় প্রধান খুলনা:- যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গদখালী সাকিনস্থ মোঃ জসিম উদ্দিন এর পুত্র রাশেদ উদ্দিন(২৫) পেশায় একজন ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। নিহত রাশেদ উদ্দিন প্রতিদিনের মত ০২/০৩/২০২৩ ইং সকাল অনুমানিক ০৭:০০ ঘটিকায় নিজ বাড়ী থেকে ইজিবাইক নিয়ে বের হয়।পরদিন ০৩/০৩/২০২৩ ইং সকাল অনুমানিক ১১:০০ ঘটিকার সময় অভয়নগর থানাধীন ধোপাদী উলুরবটতলা টু মশরহাটিগামী সলিং রাস্তার পার্শ্বে আজিজুরের মৎস্য ঘের থেকে রাশেদের মৃতদেহ উদ্ধার হয়। উক্ত ঘটনা সংক্রান্তে যশোর জেলার অভয়নগর থানার মামলা নং-০২, তারিখ-০৩/০৩/২০২৩ ইং, ধারা-৩০২/৩৭৯/২০১/৩৪ পেনাল কোডে মামলা রুজু হয়। উক্ত মামলাটি যশোর জেলা পিবিআই স্ব-উদ্দ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে জেলা পিবিআই ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন মহদয়ের দিকনির্দেশনায় মামলার তদন্তভার এসআই ডিএম নুর জামাল হোসেন এর উপর অর্পণ করে তার নেতৃত্বে যশোর জেলার চৌকস দল গত ০৪/০৩/২০২৩ইং দুপুর ১২:৩৫ ঘটিকার সময় আসামী জান্নাত আক্তার আয়েশা (২২), পিতা- মজিবর রহমান, সাং-পারবাজার,থানা-ঝিকরগাছা, জেলা- যশোর,মোঃ মেহেদী হাসান মিলন (২৩), পিতা- মৃত নিজাম উদ্দিন মোল্যা, সাং- বারভাগ, থানা-বাঘারপাড়া,জেলা-যশোর, মোঃ রিমন বিশ্বাস বাবু (২২),পিতা- কলিম বিশ্বাস,সাং-কোট,থানা-অভয়নগর,জেলা-যশোর। আসামীদেরকে যশোর জেলা ডিবির সহযোগীতায় গ্রেফতার করা হয়। আসামী মেহেদী হাসান মিলন এর হেফাজত থেকে ভিকটিম মৃত রাশেদ উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। আসামীরা সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই ও অজ্ঞান পার্টির সদস্য। তারা যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় ইজিবাইক ও ভ্যান ছিনতাই করে পরস্পর যোগসাজসে ক্রয়-বিক্রয় করে থাকে। আসামীরা ভিকটিম রাসেদকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করবে বলে পরিকল্পনা করে। পরিকল্পনানুযায়ী আসামীরা ভিকটিম রাশেদের ইজিবাইকটি রিজার্ভ ভাড়া করে এবং আসামী মেহেদী হাসান মিলন ও জান্নাত আকতার আয়েশা রাশেদ উদ্দিনের ইজিবাইকে চড়ে প্রথমে রাজগঞ্জ ঝাঁপা বাওড় এলাকায় বেড়াতে যায়। ঝাঁপা বাওড়ে থাকা ভাসমান ব্রীজে তারা কিছুক্ষণ ঘোরাফেরা করে। একপর্যায়ে ইজিবাইক নিয়ে যশোর জেলার অভয়নগর থানাধীন ধোপাদী এলাকার উলুর বটতলা হতে মশরহাটিগামী ইটের সলিং রাস্তার ডান পাশে পৌছালে আসামী মেহেদী হাসান মিলন ইজিবাইক থামিয়ে নিজের পরনে থাকা রাবারের বেল্ট খুলে ভিকটিম রাশেদের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে এবং রাশেদের মৃতদেহ ঘটনাস্থলের পাশে থাকা মোঃ আজিজুর রহমান সরদার এর মৎস্য ঘেরের পানির মধ্যে ফেলে দেয়। তারপর আসামীরা ভিকটিমের ইজিবাইকটি রাজারহাট এলাকায় নিয়ে আসামী মিলনের বন্ধুর নিকট বিক্রয় করে দেয়। আসামীরা রাশেদ উদ্দিন হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে স্বীকার করে। যশোর জেলা পিবিআই-এর পুলিশ সুপার রেশমা শারমিন জানান,এই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য যশোর জেলা পিবিআই ,ডিবি ও RAB একত্রে কাজ করে। উল্লেখ্য যে, ইতিপূর্বে আসামী মোঃ মেহেদী হাসান মিলনকে শার্শা থানার মামলা নং-১৮, তারিখ-১৮/০১/২০২২ ইং ধারা-৩০২/২০১ পেনাল কোড মামলায় ভিকটিমকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামী মোঃ মেহেদী হাসান মিলন, আসামী জান্নাত আক্তার আয়েশা ও মোঃ রিমন বিশ্বাস বাবুদের ০৫/০৩/২০২৩ ইং তারিখ জনাব পলাশ কুমার দালাল, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত কোতয়ালী, যশোর আদালতে সোপর্দ করা হয়। আসামী মোঃ মেহেদী হাসান মিলন ও জান্নাত আক্তার আয়েশা সহ বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামী গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের প্রচেষ্টাসহ মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......