1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত মোঃ কামরুল ইসলাম (টিটু) শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-১ “কিন্ডারগার্টেন’কে স্বীকৃতি দিয়ে নীতিমালার আওতায় আনতে হবে”–ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদের ঘটনায় অস্ত্র উদ্ধারসহ আটক-০২ সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেফতার-০৫ র‌্যাব ৭, চট্টগ্রাম’র অভিযানে হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপত কর্মকার ১৬ বছর পর আটক। বটিয়াঘাটা সদ্য বিদায়ী কৃষি অফিসার রবিউল ইসলাকে বিদায় সংবর্ধনা প্রদান শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজে এর চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন।

আনোয়ারা সেটেলমেন্ট অফিসে শুনানিকালে দুই পক্ষের মারামারিতে ৫ জন আহত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৫ জন দেখেছেন

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা সেটেলমেন্ট অফিসে শুনানিকালে দুই পক্ষের মাঝে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। ১মার্চ (বুধবার) উপজেলা সেটেলমেন্ট অফিসে শুনানি চলাকালে এঘটনা ঘটে। থানাসূত্রে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে এব্যাপারে জাহাঙ্গীর নামে একজন আহত অবস্থায় থানায় হাজির হলে তাকে আগে চিকিৎসা নিয়ে থানায় আসার জন্য বলেন। উপজেলা হাসপাতাল সূত্রে জানাযায়, সেটেলমেন্ট অফিসে মারামারির ঘটনায় বারশত ইউনিয়নের একপক্ষের, জাহাঙ্গীর আলম খাঁন (৩৫), সাইফুল আলম সোহেল খাঁন (৩৩), অপরপক্ষের, সোহাইল খাঁন (৫০), হেজকেল খাঁন (৪৬), হেলাল খাঁন (৪০), জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান। আনোয়ারা উপজেলা সেটেলমেন্ট অফিসের উপসহকারী সেটেলমেন্ট অফিসার ডেবিট ত্রিপুরা জানান, বুধবার বিকালে ৫টায় উপজেলা সেটেলমেন্ট অফিসে বারশত ইউনিয়নের গোবাদিয়া মৌজার বাসিন্দা মো: ইউছুপ ও মো: হেসকেল খানের মধ্যে ভূমি বিরোধীয় সম্পত্তির ৩০ ধারা শুনানি চলাকালে দুই পক্ষের বাকবিতণ্ডা জড়িয়ে মারামারি শুরু করে দেন। এব্যাপারে মো: ইউছুপ জানান, আমরা শুনানি করতে গেলে হেজকেলের ভাই সোহাইল আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার সন্তান সাইফুল আলম সোহেল খাঁন ও জাহাঙ্গীর আলম খাঁন আহত হয়। তারমধ্য জাহাঙ্গীর আলম খাঁন গুরুত্বর আহতে হয়ে বর্তমানে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ৫ম তলায় ২৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মো: ইউছুপ আরো জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। অপরপক্ষ হেজকেল খাঁন জানান, সেটেলমেন্ট অফিসে শুনানি চলাকালে ইউছুপের গ্রুপ আমি এবং আমার ভাইদের উপর হামলা চালায় এতে আমরা তিনজন আহত হই। তারমধ্যে আমার ভাই সোহাইল গুরুত্বর আহত হয়ে চট্টগ্রামের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিচ্ছে বলে জানান। এব্যাপারে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শাহেদ জানান, সেটেলমেন্ট অফিসের ঘটনা নিয়ে এখনো কোন পক্ষ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

শেয়ার করুন

আরো দেখুন......