1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
নোয়াখালী জেলার সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রায়হান’কে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১১। সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ যানজট সৈনিক কল্যাণ সংস্থা Uno নিকট খেজুরের বীজ প্রদান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ও মাস ব‍্যাপি সাংগঠনিক কর্মসূচি 2024 সম্পন্ন। বরগুনার তালতলীতে অবৈধ চোলাই মদসহ আটক ১ জন। “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়”– “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়” শেরপুরের ঝিনাইগাতী তিনজন হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী বরগুনা ডিবি পুলিশের হাতে আটক।

খুলনার শিরোমনি থেকে ১২ দিন ধরে ০১ যুবক নিখোজ

  • আপডেট সময়ঃ বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৩ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান (বিপ্লব) জেলা প্রতিনিধি, খুলনা। খুলনা শিরোমনি হতে মাহিন নামে একটি ছেলে (১৬), পিতা- শহিদুল ইসলাম (৫২), ১৭ই ফ্রেবুয়ারী ২০২৩ ইং তারিখ আনুমানিক বিকাল ৪.০০ ঘটিকার সময় খানজাহান আলী থানাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ শিরোমনি এলাকা থেকে নিখোজ হয়েছে। নিখোজ মাহিনের বাবা মোঃ শহিদুল ইসলাম এর বক্তব্য অনুযায়ী জানা যায় যে, রাত আনুমানিক ০১.০০ ঘটিকার সময় ঘরে এসে মাহিনের বাবা দেখে যে ঘরে তালা দেয়া মাহিন বাসায় নেই পরবর্তীতে মাহিনের বাবা মাহিনের ফোনে অসখ্য (৫৪) বার ফোন করলেও ফোনটি রিসিভ করেনি কেউ। পরের দিন সকালে পাশের বাসার মোঃ জাহাঙ্গীর মোল্যার ছেলে কাদের এর কাছে জিজ্ঞাস করেন মাহিনের বাবা যে মাহিনকে দেখেছে কিনা, প্রতিউত্তরে মাহিনের বাবাকে কাদের জানায় যে, সে দেখেনি। পরবর্তীতে কাদের এর পিতা মোঃ জাহাঙ্গীর মোল্যাকে মাহিনের বাবা একই কথা জিজ্ঞাসা করলে মোঃ জাহাঙ্গীর মোল্যা জানায় যে, তোর ছেলেকে খুজতে হবে না আমার সাথে আয় এই কথা বলে নিখোজ মাহিনের বাবাকে নিয়ে গিয়ে মাহিনের ব্যবহারকৃত মোবাইল ফোন এবং নেশাজাত দ্রব্য (সলিউশন আঠা) পলিথিন সহ দিয়ে বলে যে, ছেলেকে মেরো না বুঝিয়ে বলো। এই ঘটনার পর থেকে থেকে এই পর্যন্ত মাহিনকে আর খুজে পায়নি মাহিনের বাবা। মাহিনের চাচা মোঃ শরিফুল ইসলাম এর বক্তব্য অনুযায়ী সে আমাদেরকে জানায় যে, মোঃ জাহাঙ্গীর হোসেন ও তার ০৩ (তিন) ছেলেই এই কাজে জড়িত। তা না হলে মাহিনের ব্যবহৃত মোবাইল ফোনটি তাদের কাছে কিভাবে এলো। তারা ঘটনার দিন বিকাল বেলায় তার ভাতিজাকে বাসায় রেখে গেছে। এসে আর তাকে খুজে পায়নি তারা। পরের দিন পাশের বাড়ির মোঃ জাহাঙ্গীর হোসেন মাহিনের ব্যবহৃত মোবাইল ফোনটি তাদের এনে দেয়। ১৭/০২/২০২৩ইং তারিখে নিখোজ হওয়ার ০৭ (সাত) দিন পরে ২৪/০২/২০২৩ইং তারিখে খানজাহান আলী থানায় নিখোজ হওয়ার সাধারন ডায়েরী করে বলে জানায় মাহিনের বাবা মোঃ শহিদুল ইসলাম। পরবর্তীতে স্থানীয় প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেনের তিন ছেলেকে আটক করে। আটক করার পরে তাদের কাছ থেকে মাহিনের কোন তথ্য না পেয়ে তাদের ছেড়ে দেন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর কাছে মাহিনের নিখোজ হওয়ার কারন জানতে চাইলে তিনি অপরাধ অনুসন্ধানকে জানান যে, খানজাহান আলী থানার শিরোমনি গ্রামের মাহিন হোসেন দিপু বয়স ১৬ বছর গত ইং ১৭/০২/২০২৩ বিকাল বেলায় তার বাবা ও মা বাদাম বিক্রির জন্য বাহিরে যায়। এই সময়টাতে তাদের ছেলে বাড়িতেই ছিলো। পরবর্তীতে তারা রাত ১২.০০ ঘটিকার পর বাসায় এসে তাদের ছেলেকে খুজে না পেয়ে আমাদের থানায় একটি অনলাইন সাধানর ডায়েরী করেন। জিডি নং- ৯৯৬ ২৪/০২/২০২৩ ইং তারিখ জিডিটি গ্রহন করা হয়। পরবর্তীকালে এস.আই দেবেস জিডি সংক্রান্তে তদন্ত করছে এবং তাদের অফলাইন ও অনলাইন জিডি সারা বাংলাদেশে প্রতাবর্তন পাঠানো হয়েছে। পরবর্তীতে মাহিনের চাচা স্থানীয় পুলিশ প্রশাসনের কাজে সন্তুষ্ট না হয়ে র্যাব-০৬ খুলনার স্বরনাপন্য হয়। র্যাব-০৬ বিষয়টি সম্পর্কে খোজ খবর নিয়ে সন্দেহ জনক ভাবে মোঃ জাহাঙ্গীর মোল্যার তিন ছেলেকে আটক করেন। আটক করার পরেও তাদের কাছ থেকে মাহিনের কোন তথ্য না পেয়ে তাদের ছেড়ে দেন। মাহিনের পরিবার আইনের প্রতি আস্থা হারিয়ে ছেলেকে ফিরে পেতে মিডিয়ার সাহায্য নেন। মাহিন নিখোজ হওয়ার আপডেট খবর পেতে চোখ রাখুন অপরাধ অনুসন্ধান এর অনলাইন প্রত্রিকা ও অপরাধ অনুসন্ধান টিভির পর্দায়।

শেয়ার করুন

আরো দেখুন......