1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত মোঃ কামরুল ইসলাম (টিটু) শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-১ “কিন্ডারগার্টেন’কে স্বীকৃতি দিয়ে নীতিমালার আওতায় আনতে হবে”–ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদের ঘটনায় অস্ত্র উদ্ধারসহ আটক-০২ সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেফতার-০৫ র‌্যাব ৭, চট্টগ্রাম’র অভিযানে হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপত কর্মকার ১৬ বছর পর আটক। বটিয়াঘাটা সদ্য বিদায়ী কৃষি অফিসার রবিউল ইসলাকে বিদায় সংবর্ধনা প্রদান শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজে এর চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন।

যশোর অভয়নগরে পরিত্যক্ত বাড়িতে চুরির ঘটনা আত্মরক্ষায় ফায়ার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮ জন দেখেছেন

মোঃ রজিবুল ইসলাম সুইট,বিভাগীয় প্রধান খুলনা:- যশোর অভয়নগর উপজেলার একতারপুরে বুললুল খাঁনের পরিত্যক্ত বাড়িতে চুরির ঘটনা ঘটে।

বুলবুল খানের বাড়ির ভেতরে থেকে গেটের সিটনানি লাগানো দেখে চোর সন্দেহে  আত্মরক্ষায় বুলবুল খান  গুলি চালায়।

 

অনুসন্ধানে জানা যায়,ঘটনাস্থানে  অভয়নগর থানা পুলিশ এবং গাজীপুর ফাঁড়ীর ইনচার্জসহ  একাধিক সদস্য ঘটনা স্থানে উপস্থিত হয়।

 

এঘটনায় বুলবুল খাঁনের সাথে মুঠোফনে কথা হলে দৈনিক অপরাধ অনুসন্ধানকে জানায়, আমি গত পাঁচ ছয়মাস হচ্ছে আমার নতুন বাড়িতে বসবাস করি আমার পুরানো বাড়িতে কেও থাকেনা। আমি এবং পরিবারের সদস্যরা সন্ধায় আলো দিতে যায়। যথা নিয়মে আমি ২৭/০২/২০২৩ ইং তারিখ সন্ধা ৬:২০ মিনিটের সময় মাগরিবের নামাজ চলছে এমন সময় আলো দিতে গিয়ে দেখি ভেতর থেকে সিটকেনি দেওয়া তখন আমার চোর সন্দেহে আতংকিত হয়ে ফায়ার করি। আশে পাশের লোকজন ছুটে আশে অভয়নগর থানায় ফোন করি পুলিশ সদস্যরা আসেন।এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে বলেন আমারা এই বাড়িতে থাকিনা এখানে থাকার মধ্য চেয়ার, টেবিল,পিলাসটিকের পাইপ ইত্যাদি তবে কোন ক্ষয়ক্ষতি হয় নায়।ফায়ারের বিষয় জানতে চাইলে বলেন আমি আত্মরক্ষারতে ফায়ার করেছি।কাওকে চিনতে অথবা দেখতে পারি নাই।

স্থানিয় বুলবুল খানের প্রতিবেশি শেখ মামুন বলেন আমি শুনেছি বুলবুল ভাইয়ের পুরান বাড়িতে কেও থাকেনা সেখানে চোর আসছিলো। গুলির ঘটনায় বলেন ভাই আত্মরক্ষার জন্য গুলি চালায় তবে কোন চোর খুজে পাওয়া যায় নাই।

চোর ও ফায়ারের বিষয়টা নিয়ে

এলাকায় জনসাধারনের মনে আতংক বিরাজ করছে।

 

সত্য ঘটনা উন্মচনে অনুসন্ধান অব্যাহত ।

 

এঘটনায় অভয়নগর থানার গাজীপুর ফাঁড়ির ইনচার্জ এস আই আনিচুর রহমান জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোন চোর পায় নাই, ফায়ারের বিষয় জানতে চাইলে বলেন,বুলবুল খান এর উপর কোন আক্রমণ হয় নাই সে আতংকিত হয়ে আত্মরক্ষার জন্য তার লাইসেন্স করা অস্ত্র শর্টগান থেকে গুলি চালায়।ঘটানা স্হানে তদন্ত করি।তেমন কোন মূল্যবান সম্পদ না থাকায় চোর কিছু নিতে পারে নাই।এঘটনায় থানায় জিডি হয়েছে তদন্ত চলছে বিস্তারিত পরে জানাবো।

শেয়ার করুন

আরো দেখুন......