রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ইংমোতাবেক ১০ই ফাগুন বৃহস্পতিবার ইমামে আমির শফি ভান্ডার শরীফ জতশাস্তা বাঘা রাজশাহী। পাগল আনারুল বশর আল
মাইজভান্ডারী কেবলা কাবার দরবার শরীফে বাবার পীর কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শফিউল বাশার আল মাইজভান্ডারী কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাবার আশীর্বাদে অসংখ্য আসেকান ,জাকিরান, মুরিদান, তরিকান, দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে যোগদান করেন এবং অনুষ্ঠানের আলোচক ব্যক্তিবর্গের আলোচনা শ্রবণ করেন। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ কোরআন হাদিস থেকে আলোচনা
পেশ করেন এবং সমস্ত মানবজাতি কিভাবে সভ্য সমাজে পরিণত হবে এরই ধারাবাহিকতায় আলোচনা পেশ করেন পরিশেষে উক্ত দরবার শরীফের পীর পাগল আনোয়ারুল বশর মাইজভান্ডারী কেবলা বাবাজানের নির্দেশে দেশ ও জাতী এবং সমস্ত মানব কল্যাণের জন্য দুয়া ও মোনাজাত করা হয়।