শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন
এনামুল কবীর এনাম বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁ। নওগাঁর বদলগাছীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে এই কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। এসময় সাংসদ ছলিম উদ্দীন বলেন, পাকিস্তানের জুলুম আর অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার আপামর জনসাধারণ কাফনের কাপড় মাথায় বেঁধে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। আমরা তাদের জন্য স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার এই সূর্য সন্তানদের সর্বোচ্চ সম্মান ও সুবিধা দিয়েছেন। তিনি বলেন, নওগাঁ জেলার বিভিন্ন সড়কের ১২শ কোটি টাকার সড়ক প্রশস্ত করণের কাজের একটি অংশ হিসাবে এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলের সড়ক পাকা করণ করা হয়েছে। কিছু বাকি থাকলেও অতি শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি সোমবার বিকালে বদলগাছীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়কের কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, নওগাঁ জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিক, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান প্রমুখ।