তুফান চাকমা, নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে নারী ধর্ষণ মামলায় অভিযুক্ত এক ব্যক্তি কে আটক করেছে নানিয়ারচর সেনা জোন। রবিবার (১৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কুতুকছড়ি বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয় বলে সেনাবাহিনীর এর পক্ষ থেকে জানানো হয়। আটককৃত ব্যক্তি নানিয়ারচর উপজেলার হাজাছড়ি গ্রামের বাসিন্দা সাধন কুমার চাকমার পুত্র শিপন চাকমা(৩৫)। এরআগে, গত ১৬ ফেব্রুয়ারি ওই নারী বাদি হয়ে শিপন চাকমাকে আসামি করে কোতায়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, শিপন চাকমা আমার গ্রামের প্রতিবেশী ও পূর্ব পরিচিত, ১৬/০২/২৩ ই তারিখে আমার শ্বশুর বাড়ি বামে তৈমিদং থেকে বনরুপা বাজারে ছেলের জন্য কাপড় কেনা কাটা করতে গেলে শিপন চাকমার সাথে দেখা হলে, সে আমাকে একটা কাজের জন্য মোটরসাইকেলে নিয়ে রিজার্ভ মুখ কাপ্তাই লেক সংলগ্ন পাহাড়ের পাদদেশে নিয়ে আমার সম্ভ্রমহানি করেন। এই ঘটনায় বিলাসী চাকমা (ছদ্মনাম)নিজে বাদী হয়ে রাঙ্গামাটি সদর থানায় শিপন চাকমার নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ শে ফেব্রুয়ারি সকালে কুতুকছড়ি বাজার এলাকা থেকে নানিয়ারচর সেনা জোনের সদস্যরা শিপন চাকমাকে আটক করে রাঙ্গামাটি সদর কোতোয়ালি থানায় হস্তান্তর করেন। আটককৃত ব্যক্তি শিপন চাকমার নামে রাঙ্গামাটি সদর কোতোয়ালি থানার মামলা নং-১৪,তারিখ:১৬/২/২০২৩ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (স-০৩) এর ৯(১) মূলে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।