সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
জানা যায়,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগীতার উদ্ধোন করা হয়।সে সময়,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির,উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক,উপজেলা শিক্ষাঅফিসার হাবিবুল ইসলাম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজামান,সহ সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ,প্রধান শিক্ষক মন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তবে এ অনুষ্ঠান শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।এবং ছাত্র ছাত্রী ও শিক্ষক গন নিজ গন্তব্য স্থানে ফিরে যান।