বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
মোঃ জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ উপজেলায়। বারি-১৪ জাতের সরিষার বাম্পার ফলন উপলক্ষে উপজেলার ৫নং সুন্দরদীঘি ইউনিয়নে শিবের হাট স্থানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি সকাল ১১টায় স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণীর উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ওবায়দুর রহমান, উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কাদের সরকার , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ শেফালী বেগম ,মধু সংরক্ষন কারি ইয়াছিন সহ স্থানিয় কৃষক কৃষানী ও স্থানিয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলন ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি বিনা ১৪ সরিষার আবাদ খুবই লাভজনক। এটি চাষে তুলনামূলক কম সময় লাগে। এতে বিঘা প্রতি বিঘায় ফলন হচ্ছে ৬/৮ মণ। বক্তারা আরো বলেন জনসংখ্য বৃদ্ধির সাথে সাথে ভোজ্য তেলের চাহিদা বাড়ার ফলে এবং স্থানীয় জাতের সরিষার ফলন কম হওয়ার কারণে বিকল্প ভোজ্য তেল সয়াবিনের প্রতি আমাদের ঝুঁকতে হয়। সরিষার তেলে মানব দেহের জন্য অনেক গুণাগুণ রয়েছে। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত বারি সরিষা-১৪ জাতটি স্বল্প জীবনকাল এবং ফলন অনেক বেশি হওয়ায় কৃষকদের লাভের পরিমান অনেক বাড়বে বলে আশা প্রকাশ করেন। সরিষার ক্ষেতে মৌ-বাক্স স্থাপন। এটি যেমন পরিবেশ সম্মত সেই সাথে সরিষার ফলন অনেকাংশেই বেড়ে যায়। পাশাপাশি একটি বাড়তি আয়ের ফলে কৃষকের লাভের পরিমাণ বাড়ে বলেছেন ইয়াছিন মধু ।