বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সম্মানিত অন্যতম সদস্য জানে আলম শেখ এর জন্মদিন অনুষ্ঠান পালিত হয়েছে গতকাল সন্ধ্যা সাত ঘটিকার সময় প্রেসক্লাব চত্বরে । বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী শাহ এর সঞ্চালনায় উক্ত জন্মদিন অনুষ্ঠান পালন করা হয় । এসময় সংগঠনের সহ সভাপতি রশিদুল ইসলাম, সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, , প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুব আলম, কার্যকারী সদস্য মোঃ হাসান আলী , মোহাম্মদ মিলন আকতার,সোহেল রানা, নুরে আলম সাদ্দাম সহ সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । বালিডাঙ্গী প্রেসক্লাব কক্ষে আনন্দঘন পূর্ণ জন্মদিন অনুষ্ঠান যেন বিমোহিত করে উপস্থিত সকলকে । এ সময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের অন্যতম সদস্য জানে আলম শেখ বলেন -সত্যিই আমি আনন্দিত। এত বড় জাঁকজমকপূর্ণ জন্মদিন কখনো আমি পালন করিনি । আমাকে যে এত ভালোবাসা দেখেছেন তা সত্যিই অমলিন হয়ে থাকবে ।
স্বাগত বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন -এটা আমাদের একটি পরিবার ।আমি এই পরিবারের সেবক হয়ে থাকতে চাই। দোয়া, কেক কাটা ও মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে জন্মদিন অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে ।