শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, ১০/০২/২০২৩ শুক্রবার সকাল ৯ টার দিকে নগরীরর বাইপাস সড়কে খুলনায় ট্রাকের ধাক্কায় ০১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং ০১ আরোহী গুরুতর আহত হয়।গুরুতর আহত ব্যাক্তিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মৃত আরোহী দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের মোঃ নাসিম চৌধুরীর ছেলে মিঠুন চৌধুরী। আহত ব্যক্তি হলেন একই এলাকার রেজাউল শেখের ছেলে মোঃ মামুন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে মিঠুন ও মামুন আড়ংঘাটা বাইপাস সড়ক হয়ে মেইন রাস্তায় ওঠার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তার ওপর পড়ে যায়। তারা মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় মিঠুনের মৃত্যু হয়। অপর আরোহী মামুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করা ।