1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বন্দরটিলা কাঁচাবাজার এলাকায় নুসরাত জাহান  সাবিনা নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু দেওয়ানগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ আটক-০১ পাঁচবিবিতে মেয়াদউত্তীর্ণ জেলা ও উপজেলা পকেট কমিটি বাতিলের দাবীতে বিএনপির সংবাদ সম্মেলন বটিয়াঘাটা ভান্ডারকোট ইউনিয়নে আদালতে মামলা থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস, শুনানি ১৯ নভেম্বর বটিয়াঘাটায় কৃষি প্রনোদনা ও ইঁদুর নিধন কর্মসুচির সভা অনুষ্ঠিত পাঁচবিবি উপজেলার মহিপুরে আগাম আখচাষী মতবিনিময় সভা  অনুষ্ঠিত বাঘায় সাংবাদিক আবুল হাশেম ও তার বাবার উপর হামলা। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ শফিউল আলম গ্রেফতার। বরগুনায় শ্রমিক লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া গ্রেফতার 

রাজশাহীর বাঘায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট আউটলেট ব্যাংকের শাখা শুভ উদ্বোধন।

  • আপডেট সময়ঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ জন দেখেছেন

আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ। ৬ জানুয়ারি, ২০২৩রাজশাহীর বাঘায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের শাখা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার ৬ ফেব্রুয়ারী সকালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(চলতি দায়িত্ব) নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে বাঘাসহ ১০ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হচ্ছে। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, ব্যাংকের কর্মকর্তা,এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণ ও আমন্ত্রিত অতিথিরা ।

পরে হাফেজ কারি মাওলানা মোঃ হাবিবুর রহমানের কুরআন থেকে তেলাওয়াত ও প্রভাষক দীনেশ চন্দ্র সরকারে গীতা পাঠের মধ্যে দিয়ে বাঘা শাখার আয়োজনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদের সভাপতিত্বে ও শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় বক্তব্যকালে, ব্যাংকের  ভাইস প্রেসিডেন্ট এএনএম সিরাজুল করিম বলেন, গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগসহ সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

বাঘা শাখা ব্যবস্থাপক আবু সালেহ্ আহমেদ(রুবেল)’এর সার্বিক তত্বাবধানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, লেঃ কর্নেল(অবঃ) রমজান আলী সরকার, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম মোল্লা,ডাঃ মোঃ আকতারুজ্জামান , দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।

মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সামির আহমেদ।

শেয়ার করুন

আরো দেখুন......