বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি: ০৬ফেব্রুয়ারি সোমবার আব্দুল ওয়াহাব লিটন ওরফে রাশিয়ান লিটনের উদ্যোগে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের পাশে দুঃস্থ অনাথ ও এতিম পথ শিশুদের উন্নত খাবার পরিবেশন করা হয় দুপুর বেলা২টায় । উক্ত এলাকার পথশিশু সহ বিভিন্ন অচল দুস্থ মহিলা পুরুষরাও খাদ্য গ্রহণ করেন। জানা গেছে, উক্ত উদ্যোক্তা রাশিয়ান লিটন একজন বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনদরদী ও দানবীর। নিজস্ব উদ্যোগে বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা দ্বারা তিনি তার বহুবছরের সুনাম ও সম্মান নিরলস ভাবে অক্ষুণ্য রেখে চলেছেন। খাদ্য বিতরণ কার্যক্রমের স্লোগান ছিল, সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। উপস্থিত প্রত্যেকটি কর্মীর অন্তরে অন্তরে যেন বিরাজ করছিল একটি কথাই , মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব মোঃ কামাল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় গণমাধ্যম কমিশনের বিভিন্ন কর্মীবৃন্দ ।তাছাড়াও এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক গন উপস্থিত ছিলেন। উক্ত খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করার বিভিন্ন সময় গুলোতে উপস্থিত ব্যক্তিদের মাঝে সম্মিলিত ফটো সেশন করতে দেখা যায়।