রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, ফুলতলা খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় মোঃ মিলন ফকির (৫০) নামে এক ব্যবসায়ীকে আজ সকাল প্রায় আটটায় ফুলতলা বাজারের জামিরা রোডে আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারী দোকানের মধ্যে অজ্ঞাত দূর্বৃত্তরা গুলি করে হত্যা করে।
মিলন ফকির ফুলতলা বাজার বনিক সমিতি নির্বাচনে প্রার্থী ছিলেন।তিনি নড়াইল জেলার কালিয়া থানার পেরোলী গ্রামের আব্দুল ওহাব ফকিকের পুত্র।
মিলন ফকির বর্তমানে ফুলতলার আলকা গ্রামে বাড়ি করে বসবাস করছিলেন এবং সিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে ব্যবসার সাথে জড়িত ছিলেন।
তিনি কি কারনে খুন হলেন বা কারা খুন করলো তা এখনো জানা যায়নি। সকালে বেশ কুয়াশা থাকায় লোকজন তেমন ছিলোনা রাস্তা ঘাটে,তাই খুনিদের খুন করে পালিয়ে যেতে খুব সুবিধা হয়েছে।