বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
এস এম মঈনউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। ২২শে জানুয়ারি (রবিবার) বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ কমিটিগুলো ঘোষণা করা হয়। কমিটিতে নব-নির্বাচিতরা হলেন, ১নং বৈরাগ ইউনিয়নে মোহাম্মদ জসীম উদ্দীন সভাপতি, শফিউল হক শফি সাধারণ সম্পাদক, ৫নং বরুমছড়া ইউনিয়নে মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধূরী সভাপতি, মোহাম্মদ মিজানুর রহমান চৌধূরী সেলিম সাধারণ সম্পাদক, ৬নং বারখাইন ইউনিয়নে মোহাম্মদ খোরশেদুল আলম চৌধূরী সভাপতি, এম জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, ৭নং আনোয়ারা সদর ইউনিয়নে উৎপল সেন গুপ্ত সভাপতি, জাবেদুল ইসলাম সাধারণ সম্পাদক, ১১নং জুইদন্ডী ইউনিয়নে মোহাম্মদ আবদুল জলিল আজাদ সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে উক্ত ইউনিয়নগুলোতে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।