শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, ফুলতলা, খুলনা, খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা বাজারে ২৬শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় ফুলতলা বাজারের প্রধান সড়ক “রফিক সড়ক” এর দত্ত স্টোর কে ময়লা ও আর্বজনা যুক্ত পরিবেশে পন্য রাখার জন্য,বলাই মিষ্টান্ন ভান্ডার কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের মিষ্টি বিক্রয় করার জন্য এবং জামিরা রোডে অবস্থিত জাহাঙ্গীর এর দোকানে পচা ও নষ্ট গোঁ-খাদ্য রাখার জন্য মোট আট হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত।
এ আদালত পরিচালনা করেন ফুলতলা উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ ইউসুফ।