শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন
মোঃ ফরহাদ হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনাঃ ফুলতলা উপজেলার ২৫তম নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট জনাব খোশনূর রুবাইয়াৎ গত ২৯ নভেম্বর, ২০২২ খ্রি. থেকে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন জনকল্যাণকর, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণ করে জনমনে শস্তি ও ভূয়শী প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন।
এই স্বল্প সময়ের মধ্যে তিনি বাল্য বিবাহ রোধ, ভূমি অফিসের অনিয়ম বন্ধ, মাদক সেবী ও ব্যবসায়ীদের দমনসহ একাধিক অপরাধ দমন করতে সক্ষম হয়েছেন।
তাঁর নেতৃত্বে এরই মধ্যে একাধিক বিভিন্ন অপরাধ দমনে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে খুলনা-যশোর মহাসড়কে অবৈধ, কাগজপত্র ও ফিটনেস বিহীন যানচলাচল রোধে এক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উপজেলার গেট সম্মুখে অভিযান পরিচালনাকালে মোট ৪টি বাস ও ট্রাককে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন না থাকায় মোট ১২,০০০/- টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করেন। পরে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।