শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধ ঃ পঁচিশে জানুয়ারি বুধবার সকাল 9 ঘটিকায় শুরু হয়ে রাজশাহী জেলার বাঘা উপজেলার দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় লংজাম ,হাই জাম ,গ্লোব নিক্ষেপ, বর্ষা নিক্ষে প লাঠি দৌ ড়, এবং ১০০ মিটার ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড় সহ বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গণি মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গড়গড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোঃ আনিছুর রহমান আনিছ ভাই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুইটা ইউনিয়নের আটটি প্রতিষ্টানের প্রধান শিক্ষক এবং ইউপি সদস্যবৃন্দ। সর্বমোট ৩২ টি ইভেন্টের ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী/অধিকারীনীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আয়োজনে: জনাব মোঃ রবিউল ইসলাম, চেয়ারম্যান ২নং গড়গড়ী ইউনিয়ন পরিষদ এবং জনাব মোঃ ডিএম বাবুল মনোয়ার চেয়ারম্যান, ৭ নং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ।