সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
মোহাম্মদ মিলন আকতার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনা যেন থামছেই না ।সড়ক দুর্ঘটনা হয়েছে যেন নিত্যান্ত ব্যাপার । ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদুল ইসলাম(৪০) ও আসাদ(৩০) নামে দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর শাহপাড়া এলাকার প্রয়াত সিরাজ উদ্দীনের ছেলে আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল (৪০)।
পুলিশ জানান, বুধবার বিকেলে মোটরসাইকেলে পেট্রোল নেয়ার জন্য ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক পার হয়ে পেট্রোল পাম্পে যাচ্ছিল আসাদ ও রাশেদুল।
মহাসড়কে ওঠা মাত্রই পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ ও রাশেদুলের মৃত্যু হয়। এসময় স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আটক করে।
খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।