বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
কামাল আহমেদ:-
ধরনী তুমি কি দেখেছো?
মানবী কেমন সয়ে সয়ে-
নিদারুন জ্বালা যন্ত্রণা পোষণ করে-
বেঁচে থাকে আহা কিভাবে?
কোমল হৃদয়ের ছোট্ট কোনে-
কতনা না বলা ব্যাথা নিয়ে?
একাকী নিভৃতে নীরবে!
বসুমতি তুমি অন্ধ কেন?
বিধাতার দেয়া বিধানের অমোঘ নিয়মে-
চুপটি করে থাকো!
ওহে বিধাতা কত ঝঁরাবে প্রাণ-
সুধূরপ্রসারী অহেতুক অনিয়মের গণ্ডিতে-
কোমলমতি শিশুদের মায়েদের-
কেন বেঁধে রাখো?
তোমার গণ্ডিতে আবদ্ধ-
শুধু কি হত্যা ধর্ষণ, অমানবিক আচরণ-
পাশবিক মরণ অত্যাচার
আর অমানসীক নির্যাতন?
এর চেয়ে ঢের ভাল ছিল-
যদি বা সৃজন না করিতে!
কেন পাঠালে এই নরক পৃথিবীতে-
কখনো মা রূপে? আদরের বোন রূপে?
আবার কখনো কলিজার টুকরো-
তনয়া রূপে? কারো বা অর্ধাঙ্গিনী রূপে-
অতিব করে যতন?
সমগ্র সৃষ্টি কোলের মেয়েরা মা জাতী!
তবে কেন মায়েদের জন্ম শুধু-
যন্ত্রনা বয়ে বেড়াবার?
এ কেমন কারিগর তুমি বিধাতা?
আর যে নয় সহ্য হবার!
যারা অহমিকায় করিছে-
তব এহেন নির্যাতন-
নির্মূল করো চিরতরে তাদের-
হটাও না একবার!
(চলবে-)