শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক:২৩জানুয়ারী আসন্ন চট্রগ্রাম দাবা খেলোয়াড় সমিতির দাবা লিগে(সিসিপিএ- দাবা লিগ ২০২৩) অংশ গ্রহণার্থে দক্ষিণ হালিশহর চেচ ক্লাবের প্রস্তুতি সভা ২৩ জানুয়ারী, সোমবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোঃ নুরুল কবির মূসা’র সভাপতিত্বে সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম (দাবা জাহাঙ্গীর),সা: সম্পাদক মোঃ আব্দুল হামিদ, কবি নিজাম উদ্দিন, নুরুল ইসলাম ঈশা, সাংবাদিক মু:বাবুল হোসেন বাবলা , সদস্য বাবলু চাকমা, নেপাল চন্দ্র দাশ, অর্জুন সহ অন্যান্য দাবাড়ু গণ উপস্থিত ছিলেন। সভায় দক্ষিণ হালিশহর চেচ ক্লাব (লাল দল)ও দক্ষিণ হালিশহর চেচ ক্লাব (সবুজ দল) নামে অংশগ্রহণ এবং ঢাকায় আসন্ন বাংলাদেশ দাবা খেলোয়াড় এসোসিয়েশনের নির্বাচনে ইন্টা: রেটিং প্রাপ্তদের ভোটদানে প্রতিনিধি টিম যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বর্ধিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সভায় ঘোষণা হয়েছে।