1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত মোঃ কামরুল ইসলাম (টিটু) শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-১ “কিন্ডারগার্টেন’কে স্বীকৃতি দিয়ে নীতিমালার আওতায় আনতে হবে”–ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদের ঘটনায় অস্ত্র উদ্ধারসহ আটক-০২ সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেফতার-০৫ র‌্যাব ৭, চট্টগ্রাম’র অভিযানে হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপত কর্মকার ১৬ বছর পর আটক। বটিয়াঘাটা সদ্য বিদায়ী কৃষি অফিসার রবিউল ইসলাকে বিদায় সংবর্ধনা প্রদান শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজে এর চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন।

বদলগাছীতে অভিযান চালিয়ে চুরি হওয়া পাট উদ্ধার করলো থানা পুলিশ।

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮ জন দেখেছেন

এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ’নওগাঁর বদলগাছী উপজেলার প্রধানকুন্ডি গ্রাম থেকে চুরি যাওয়া পাট অভিযান চালিয়ে উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে গত ১৮ জানুয়ারী প্রধানকুন্ডির জিয়াউর রহমান জিয়ার গোডাউন থেকে গভীর রাতে ঘরের তোলা ভেঙে পাট চুরি করে নিয়ে যায়। এব্যাপারে জিয়া বদলগাছী থানায় মামলা দিলে পুলিশ কঠোর অভিযান চালিয়ে গত ২৩ জানুয়ারি বেলা তিনটার দিকে নওগাঁ জেলার সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া আব্দুর রশিদ ওরফে লাবুর ভাড়া গোডাউন থেকে ৪০ মণ পাট উদ্ধার করে বদলগাছী থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের প্রধানকুন্ডি জিয়াউর রহমান জিয়ার গোডাউনের দরজার তালা ভেঙ্গে পাটগুলো চুরি হয়ে যায় । এরপর অনেক খোঁজাখুঁজি করে পাট না পেয়ে গত ২২ জানুয়ারি বদলগাছী থানায় একটি মামলা করেন প্রধানকুন্ডির মিরাজ সরদারের ছেলে জিয়ার রহমান, মামলা নং-২১। বদলগাছী থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, পাট চুরির পরে জিয়াউর রহমান জিয়া তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আর ও ২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বিভিন্ন সোর্সের মাধ্যমে কঠোর অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের সহায়তায় সদর থানার বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর উত্তর পাড়ার গোডাউন হতে পাটগুলো উদ্ধার করা হয়। তবে এখন ও কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি বলে সাংবাদিকদের জানান । বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, পাট চুরির ঘটনায় একটি মামলা দায়ের হওয়ার পর কঠোর অভিযান চালিয়ে চুরি হওয়া পাট উদ্ধার করা হয়েছে । তবে আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ

শেয়ার করুন

আরো দেখুন......