শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন
মোঃ কবির খাঁন
যৌবনকালে অলস নিদ্রায়
যে জন ডুবে রবে,
বৃদ্ধকালে বৃদ্ধ আশ্রম
তার ঠিকানা হবে,
বৃদ্ধ আশ্রম কে না বলি
এসো সঞ্চয় করি,
বৃদ্ধকালে আপন নীড়ে
বসত করে মরি।
মৌমাছিরা বিন্দু বিন্দু
সঞ্চয় করে মধু,
মুঠি মুঠি চাল তুলিয়া
মুষ্টি জমায় বঁধু।
গরম থাকতে পিপীলিকা
শীতের সঞ্চয় করে,
পরম সুখে খায় যে তারা
শীতের সময় ধরে।
বিন্দু বিন্দু জল মিলিয়া
সিন্ধু সৃষ্টি করে,
এসো মোরা সঞ্চয় করি
বেঁচে থাকার তরে।
সুখের সময় বন্ধু মিলে
সবাই আপন হবে,
দুখের সময় পালায় তারা
পাশে নাহি রবে।
বুদ্ধিমানে সঞ্চয় করে
বিমূঢ় নাহি ভাবে,
তাই তো উদো বৃদ্ধকালে
বৃদ্ধ আশ্রমে যাবে।