1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের চট্টগ্রাম- ১১ আসন”তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক সুমনের মনোনয়ন পত্র দাখিল গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কাবির মিয়া হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে হরতাল কর্মসূচীতে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ ১৪৭,ফুলপুর ২ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিলেন শরীফ আহমেদ। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা। শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চট্টগ্রামে তৃণমূল বিএনপি জোটের পক্ষে ৫ ও ১০ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও – ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপরে হামলা

মহানগরী কিশোর ফুটবলে নতুন চ্যাম্পিয়ন মাদারবাড়ি শোভনীয়া ক্লাব

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩২ জন দেখেছেন

মোঃ ইলিয়াস (চট্টগ্রাম) চট্টগ্রাম ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, কে.এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় মহানগরী কিশোর ফুটবল লিগে ৩০তম  আসরে নতুন চ্যাম্পিয়ন মাদারবাড়ি শোভনীয়া ক্লাব ফুটবল একাডেমী।

২১জানুয়ারী শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাদারবাড়ি শোভনীয়া২-১ গোলে লিগের অত্যন্ত শক্তিশালী ও দর্শক মাতানো হালিশহর রামুপুরা ফুটবল একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ২০হাজার টাকার প্রাইজমানি লাভ করে।

দারুণ আড্ডা-আড্ডি লড়াইয়ে খেলার ১০ মিনেটের মাথায় কর্ণার কিক থেকে ফিরতি বলে ডি বক্সের বাইরে থেকে জোরালো শর্টে মিড ফিল্ডার ইস্রাফিল জাহান ইমান গোল করে  কোচ তৌরতের টিম মাদারবাড়ি শোভনীয়া এগিয়ে নিয়ে বিরতিতে যান।

বেশ জমে উঠা ম্যাচের শেষ ৯মিনিটে ডি বক্সে ফাইল করায় রামপুরার বিরুদ্ধে পেলান্টি শটের নির্দেশ দিলে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া  রায়হান জামান হক(জার্সিনং০৮) গোল করে টিম কে২-০তে এগিয়ে নেন। এর পরে বেশ মরিয়া খেলা কোচ ফরিদের টিম রামপুরা খেলার শেষ ২মিনিটে স্টাইগার তাহসিন ঈশান(জার্সি নং-০৭) দূরপা্ল্লার শর্টে দল কে শান্তনা সূচক গোলটি উপহার দেন।

খেলা শেষে রামপুরা একাদশের কোচ ফরিদ সহ একাধিক কর্মকর্তা রেফারী শওকত হোসেন ও সহকারীদের বাজে গালমন্দ সহ উত্তেজিত ভাবে অঙ্গভঙ্গী প্রদর্শন করতে দেখা গেছে। তাদের উৎশৃংখল আচারণ দেখে আয়োজক কমিটির দায়িত্বশীল অনেক কর্মকর্তাকে  আগামীতে এই টিম কে লিগে অংশ না করাতেও বলতে শুনা গেছে।

লিগে রানার্স আপ -রামপুরা  ফুটবল একাদশ ট্রফি সহ নগদ ১৫হাজার টাকা প্রাইজমানি লাভ করে।এবার সেরা সু-শৃংখল টিম পাহাড়তলী একাদশ,২রাউন্ডের সেরা টিম মহসিন সাজু ফুটবল একাডেমি, সেরা খেলোয়াড় ও গোলদাতা রহমত উল্লাহ এবং রায়হান হক ট্রফি সহ প্রাইজমানি লাভ করেছেন।

 

ফাইনাল খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার কৃঞ্ষপদ রায় বলেন, কিশোর-যুবদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারলে সমাজ-পরিবার ও দেশে অপরাধ বোধ কমে আসবে। নগরের সকল অভিভাবকদের কে সচেতন হয়ে ছেলে-মেয়েদের প্রতি যত্নবান হবার তাগিদ দেন।

 

সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান,অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় আরো বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কেএম এজেন্সির চেয়ারম্যান মশিউল আলম স্বপন,সংস্থার সাঃসম্পাদক প্রফেসার শায়েস্তা খান স্যার,ভাইস চেয়ারম্যান শেখ তৈয়বুর রহমান,সাবেক জাতীয় ফুটবলার আশিষ ভদ্র,উপ-পুলিশ কমিশনার ও সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়ারিশ চৌধুরী,এম,এ মোস্তায়ান হোসাইন, ফুটবল সম্পাদক ইবাদুল হক লুলু,ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন, সাবেক কাউন্সিলর নেওয়াজ উদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ জহির উদ্দিন জহির,ফুটবল সহ –সম্পাদক শহিদুল আলম মুকুল,নির্বাহী সদস্য এমএ মুসা বাবলু,আনিসুর রহমান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো দেখুন......