বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
এস এম মঈনউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ৭নং চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ও বিজ্ঞান ভবন উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধূরী জাবেদ। ২১শে জানুয়ারি (শনিবার) কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে তিনি এলাকার মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এবং এলাকার জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুখ চৌধূরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, যুবলীগের দক্ষিণ জেলা সভাপতি দিদারুল ইসলাম, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধূরী সোহেল, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, এছাড়াও আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা সরকারী কর্মকর্তাগন, স্কুল পরিচালনা কমিঠির নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।