বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ অপরাহ্ন
টি আই, মাহামুদ,জেলা প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে দীর্ঘ দশ বছর পূর্বে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী সংগঠন “জোত মালিক ও কাঠ ব্যবসায়ী সমিতি”র নির্বাচন সম্পন হয়েছে।
শুক্রবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে সমিতির সদস্য মোঃ হোসেন ২য় কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, ৩য় কর্মকর্তা আবু বক্কর উপস্থিত ছিলেন।
মোট১৯টি ভোটের মধ্যে ১৭টি ভোট কাস্ট হয়েছে, সভাপতি পদে মৌলানা আব্দুস শুক্কুর ১০ ভোট, সাধারণ সম্পাদক পদে আনোয়ার জিহাদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অর্থ সম্পাদক পদে
ইউছুপ আলী ০৯ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে আহম্মদ হোসেন সওদাগর ০৭ ভোট, অর্থ সম্পাদক পদে আলী হোসেন পেয়েছেন ৬ ভোট। অর্থ সম্পাদক পদের দুটি ভোট বাতিল করেছেন নির্বাচন কর্মকর্তা।
দ্বিতীয়বারের মতো নির্বাচিত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের স্বার্থ রক্ষা এবং ব্যবসায়ীক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় প্রতিদ্বন্দ্বীরা বলেন, এই সংগঠন আমাদের রুটিরুজির সংগঠন, তাই এর উত্তরোত্তর অগ্রগতি কামনায় সর্বদাই আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।