শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
মোছাঃ শারমিন আক্তার, জেলা প্রতিনিধি (বগুড়া):- বগুড়ার শাজাহানপুরে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ শফিউল আলম রাজু (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে; গ্রেফতারকৃত ব্যক্তি শফিউল আলম রাজু আড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তছলিম উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জামুন্না এলাকায় অভিযান চালিয়ে ৩ (তিন) কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, এ সংক্রান্তে থানায় মাদক আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।