বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসাধারণের মাঝে পিরোজপুর জেলা ছাত্রলীগের উৎপাদিত শাক- সবজি বিতরণ করা হয়েছে। ১২ জানুয়াী বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিকের সভাপতিত্বে পিরোজপুর সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্ত¡রে জনসাধারনে মাঝে এ শাক সবজি বিতরণ হয়। শাক-সবজি বিতরণকালে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, উপজেলা ভাইস্ চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন প্রমূখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চান, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মামুন, জেলা ছাত্রলীগের সাধারণ ইফতেখার মাহমুদ সজল সম্পাদক প্রমূখ। ছাত্রলীগের উৎপাদিত লাউ,পালং, লাল শাক, মূলা, বাঁধাকপি, ফুলকপি প্রভৃতি শাক-সবজি জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।