শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
মোঃ রজিবুল ইসলাম সুইট, বিভাগীয় প্রধান খুলনা :- যশোর কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, মণিরামপুর-কেশবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন প্রমুখ। সভায় আগামী ২৫ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পুন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।