মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা :- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক নাঈমুল হাসানের মৃত্যুতে বটিয়াঘাটা দলিল লেখক সমিতির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ২ টার সময় রেষ্ট্রি অফিস কার্যালয় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম, সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ হালিম আকুন্জি, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, ঝর্নাধারা উপকূলীয় সাংবাদিক কল্যান ট্রাস্ট সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, সাংবাদিক বিপ্রদাস রায়,কাজি আতিক,আরিফুজ্জামান দুলু,অজিত রায়,মেম্বার আশরাফুল আলম,মেম্বার অশোক কুমার মন্ডল, মেম্বর হিমাংশু মন্ডল, মেম্বার ও দলিল লেখক দুলাল মহালদার, মানবাধিকার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, সমিতির সাবেক সভাপতি বোরহান আকতার, দলিল লেখক মাহাবুর রহমান, ফেরদাউস হোসেন, দীপংকর মন্ডল, আফজাল হোসেন, মাহবুবর রহমান মাসুম,আমজাদ হোসেন,জামিল খান,শাহীন আলম বাবু,অনুকুল গোলদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম।