বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, জুয়েল রানা, ময়মনসিংহ ফুলপুর :- ময়মনসিংহ সদর উপজেলা ৩নং বোররচর ইউনিয়নে টমেটো চাষ করে লোকসানে পড়েছেন কৃষকরা। বোররচর ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক টমেটো চাষ করেন প্রতি বছরের মত এবছর টমেটোর চাষ করে অধিক ফলনের আশায় টমেটো চাষ করেন।
কিন্তু টমেটো গাছের পাতা কোঁকড়ানো হয়ে পরবর্তীতে গাছটি মরে যাচ্ছেন টমেটো গাছে ফলন ধরে মারা যাচ্ছেন এতে চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছেন। বোররচর ইউনিয়নের জাফর মণ্ডলের পাড়া, মূর্ধাপাড়া, কষ্টিয়াপাড়া, বাঘের কান্দা, চর রাঘভপুর সহ টমেটোর পুরো ফসলী জমিতে শুধুই টমেটোর চাষ। বোররচর ইউনিয়নের আশপাশ এলাকার কমপক্ষে ৫/৬ হাজার একর জমিতে শত শত কৃষক কিছুদিন আগেও স্বপ্ন দেখেছিল এইবছর বাম্পার ফলন হয়েছে টমেটো তুলে লাভের মুখ দেখার । কিন্তু টমেটো গাছের পাতা কোঁকড়ানো হয়ে পরবর্তীতে শুকিয়ে গাছটি মরে যাচ্ছে। মূর্ধাপাড়ার কৃষক মোঃ আশরাফুল আলম ও মোঃ সিদ্দিক মিয়া সাংবাদিকদের বলেন শত শত একরের টমেটো গাছ শুকিয়ে মড়ে যাচ্ছে আমরা বলতে পারছিনা আমাদের জেলা বা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কোন কর্মকর্তা বা মাঠ পর্যায়ের কেউ কখনো তাদের চাষাবাদে পরামর্শ বা অন্য কোন খবর নিতে কখনো আসেনি। চরাঞ্চলের কৃষকের টমেটো চাষ করে শত শত কৃষক বিপুল অংকের অর্থের ক্ষতিগ্রস্ত হয়ে পূজিঁ হারানোসহ ঋনগ্রস্থ হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে।
বোররচর ইউনিয়নের জাফর মণ্ডলের পাড়া, কৃষক মোঃ ছুতো মিয়া, মোফাজ্জল হোসেন, হাসান মিয়া অভিযোগ করেন ধরন্ত টমেটো গাছের গাছের পাতা কোঁকড়ানো হয়ে শুকিয়ে গাছটি মরে যাচ্ছে কে আমরা রোগ ধরতে পারি না গাছ রক্ষা করার জন্য ইউরিয়াসার কীটনাশক ব্যাবহার করেও ফলাফল পাচ্ছি না।বোররচর ইউনিয়নে জাফর মণ্ডলের পাড়া, মূর্ধাপাড়া, কুষ্টিয়াপাড়া, বাঘের কান্দা, চর রাঘভপুর সহ চরাঞ্চলের কৃষকদের পরামর্শ দিতে জেলা বা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কোন কর্মকর্তা বা মাঠ পর্যায়ের কেউ কখনো তাদের চাষাবাদে পরামর্শ বা অন্য কোন খবর নিতে কখনো আসেনি। চরাঞ্চলের কৃষকদের টমেটো চাষে বিপর্যয়, কৃষকরা পথে বসার উপক্রম হয়ে পরছেন