শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা :-
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় বটিয়াঘাটা উপজেলার জিরো পয়েন্ট ও কৈয়া বাজার এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জিরো পয়েন্ট এস এম এস ফিস লিঃ এর লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে ২০১০ লংঘন করায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। অন্য দিকে একই সময় জিরো পয়েন্ট পপুলার ফিসকে ১০ হাজার টাকা জরিমানা ও কৈয়া বাজারের একটি খাবারের দোকানে লাইসেন্স না থাকায় ৫হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার মনিরুল মামুন, প্রানী সম্পদ অফিসার পলাশ কান্তি দাশ ও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম। এসময় ইউএনও বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহৃত থাকবে।