শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
জুয়েল রানা,ময়মনসিংহ প্রতিনিধ: ময়মনসিংহ বোররচর ইউনিয়নে ভিজিডি কার্ডের ২১৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ।
ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাউল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থ বছরে ‘ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট’ (ভিজিডি) কার্ডের তালিকায় বোররচর ইউনিয়নের বনপাড়া গ্রামের মোছাঃ নাজমা খাতুন স্বামী হোসেন আলী যার ভিজিডি কার্ড নম্বর ২৬। মোছাঃ সেলিনা আক্তার স্বামী মজিবর রহমান বোররচর বনপাড়া ভিজিডি বহি নং- ৩৩। মোছাঃ রুকেয়া খাতুন স্বামী আজিজুল ইসলাম বোররচর ভাটিপাড়া ভিজিডি বহি নং- ৪৫ ।গত ২বছর পূর্বে ভিজিডি কার্ডের জন্য ছবি ও ভোটার কার্ড নিয়েছিলেন ইউপি সদস্য সোবহান মেম্বার । নাজমা’র নামে চাউলের কার্ড হয়নি বলে জানান ইউপি সদস্য ও ইউপি সচিব রাশেদুল ইসলাম ।
ভুক্তভোগী নাজমা খাতুন ২ বছরেরও উত্তোলন করেননি ভিজিডি কার্ডের চাউল। তার পক্ষে কে বা কাহারা ভিজিডি কার্ডের চাউল উত্তোলন করছে তা সে জানেন না উপকারভোগীর নামে ২ বছর পরে আইসিভিজিডি কার্ড পেয়েছেন।
নাজমা, রুকেয়া সেলিনা নামের কার্ডের বিপরীতে ২৪ মাসে ৩০ কেজি করে ২১৬০ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে জানাযায়।
এবিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর নাজমা খাতুন, সেলিনা আক্তার, রুকেয়াসহ তিনজন অভিযোগ দায়ের করেছেন ।
বোররচর ইউনিয়ন পরিষদ মেম্বার মো: সোবহান আলী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছু জানেননা।