শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন
শিকদার আল আমিন বরিশাল ব্যুরোঃ বরিশাল: অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ইংরেজি নববর্ষ ২০২৩। এলাকায় বরিশাল শহরের ফোন করবো ব্যাপ্টিস্ট মিশন এলাকায় বাস্তহারা কলোনিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ পালিত হয়েছে। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল প্রতিনিধি এস এম নওরোজ হীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফুর রহমান তালুকদার বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দানিয়েল পোস্ত বাদল বালা, বাবুল বালা,স্টিফেন হাজরা, সুবোধ মল্লিক, রনজিত বাড়ি, শভা বালা, ও রবিন বিশ্বাস ,। অনুষ্ঠানে বড়দের বালতিতে বল খেলা, শিশুদের চকলেট দৌড় নারীদের জন্য বালিশ বদল সহ অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে মেধা পরীক্ষা এবং কে সেয়ানা খেলা দুইটি।মেধা পরীক্ষায় রিয়ামনি বালা প্রথম হয়েছেন। সেয়ানা নির্বাচিত হয়েছেন মুক্তা।অংশ গ্রহণ করেছে জেসিকা ফলিয়া, প্রথমা বালা, তৃপ্তি মধু,রিয়ামনি বালা, বৃষ্টি পুস্ত, মিষ্টি বিশ্বাস , ঐশী মল্লিক, লিলা বালা, রেবা বৈরাগী , শর্মিষ্ঠা দেউরী ও শ্রেয়া বিশ্বাস। রেফেল ড্র তে পুরস্কার পান সাংবাদিক এসএম নওরোজ হীরা।