শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন
এস এম নওরোজ হীরা , বরিশাল :-বরিশাল আর্থসামাজিক এবং সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগন রক্তদানের অপেক্ষায় বরিশাল আর ও সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বছরের শেষ দিনে রক্তদানের অপেক্ষায় বরিশাল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন জানান রক্তদানের অপেক্ষায় বরিশাল সংগঠনটি গত এক বছরে প্রায় 21 টি প্রকল্পের কাজ সমাপ্ত করেছেন উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ব্লাড ক্যাম্পিং পাঁচটি, ঢাকায় খাবার বিতরণ বরিশালে ইফতার পার্টি , বৃদ্ধাশ্রমে শারী লুঙ্গি বিতরন, ঈদে পোশাক বিতরন,শাপলার রাজবিল ভ্রমণ , এডমিন সদস্যদের শীতের চাদর প্রদান , ঈদে পথ শিশু দের মেহেদী বিতরণ , যশোরে অসহায় মানুষকে আর্থিক অনুদান প্রদান , শিশু বাচ্চা আজিজুলের জন্য অর্থ প্রদান , প্রতিষ্টা বার্ষিকী পালন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের চিকিৎসা প্রদান ,
সংগঠনের সভাপতি শাহদাত হোসেন বলেন ২০২৩ সালে রক্ত দানের অপেক্ষায় বরিশাল আর ও বি মানবতার কল্যাণে আরো সক্রিয় ভুমিকা পান করবে।