রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
রিপোর্টঃ শরীয়তপুর প্রতিনিধি মোঃ ওবায়েদুর রহমান সাইদ। শরীয়তপুরের গোসাইরহাট পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের ২০২১ -২২ ইং এবং সাফিন স্মৃতি ছাত্র কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা এর কৃতী সংবর্ধনা ও মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোসাইরহাট পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির, এসময় স্কুলের পরিচালক ও উপদেষ্টা এবং শিক্ষক শিক্ষার্থী তাকে ফুল দিয়ে বরন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দেওয়ান মো. শাহজাহান, সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক গোসাইরহাট পৌরসভা আওয়ামীলীগ আবদুল মালেক হাওলাদার (সাফিন স্মৃতি ছাত্র কল্যাণ ট্রাস্ট) প্রধান পরিচালক খোকন মৃধা, রহমান জুয়েল পরিচালক প্রশাসক।
বিশেষ অতিথি মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষায় উর্ত্তিণ হওয়া শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল অতিথিদের উপহার প্রদান করেন অত্র স্কুলের উপদেষ্টামন্ডলীর সদস্যগন।