1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সভায় অলি আহমদ পল্স মেশিনে অটো ডবল জরিমানা সিস্টেম বন্ধ করার পুলিশ কমিশারের প্রতি উদাত্ত আহবান

  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৯০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আ লিক কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা অলি আহমদ বলেচেন, পস মেশিনে অটোডাবল জরিমানা সিস্টেম বাতিল করে সহনীয় পর্যায়ে জরিমানা করা, ২০১৩সালের সিদ্ধান্ত মোতাবেক বেকার শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে নগরীতে ৪ হাজার নতুন সিএনজি অটোরিকশা গাড়ীর রেজিষ্ট্রেশন প্রদানসহ সাত দফা দাবী বাস্তবায়ন করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করা হবে।

 

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে ও  অর্থ সম্পাদক জসিম উদ্দিনের স ালনায় অনুষ্ঠিত প্রতিনিধ সভায় প্রধান অতিথির বক্তব্যে অলি আহমেদ উপরোক্ত কথা বলেন।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটা রী ওমর ফারুক, লায়ন সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য ফিয়ার মোহাম্মদ, কামাল ভান্ডারী, মো: এমরানুল, মো: আলম. মো: লিটন, মো: ইদ্রিস, মো: সিরাজ, আল আমিন, মো: বাবুল প্রমুখ।

 

প্রধান অতিথি অলি আহমদ আরো  বলেন, চট্টগ্রাম নগরীর জনসংখ্যার তুলনায় সিএনজি অটোরিকশা খুবই কম। অন্যদিকে অটোরিকশা শ্রমিকের সংখ্যা অনেক বেশী। নতুন ৪হাজার গাড়ী রেজিষ্ট্রেশন দিলে একদিকে বেকারত্ব দূর হবে অন্যদিকে যাত্রীসেবা নিশ্চিত হবে। তিনি বলেন, অটোডাবল সিস্টেম জরিমানার ফলে চালকরা আজ নি:স্ব। একটি মামলার জরিমানা দিতে গিয়ে শ্রমিকদের একমাসের ইনকাম চলে যায়। তাই অবিলম্বে পল্স মেশিনে মামলা বন্ধসহ ইউনিয়নের ৭দফা বাস্তবায়ন করার জন্য পুলিশ কমিশনার ও পুলিশ সুপার মহোদয়ের প্রতি জোর দাবী জানান।

 

সভাপতির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। শ্রমজীবি মানুষের কল্যাণে শ্রমবান্ধব আইন প্রনয়ন করতে হবে। তিনি বলেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যৌক্তিক ৭দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারকে আন্তরিক হতে হবে।

তিনি আরো  বলেন, মালিকের অতিরিক্ত জমা বন্ধ করা সময়ের দাবী। পরিবহণ সেক্টরে যত্রতত্র মামলা দিয়ে চালকদের হয়রানী, দারোয়ানের নামে চাঁদাবাজী বন্ধ ও চালকদের নিয়োগপত্র প্রদানের মাধ্যমে তাদের ন্যায্যদাবী বাস্তবায়ন করতে হবে।

১০ জানুয়ারীর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

 

 

শেয়ার করুন

আরো দেখুন......