সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
এ জেড চৌধুরী আলীকদম (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের আলীকদমে ৩১বীর আলীকদম সেনা জোনের সদস্য কতৃক ৩৭০ পিস ইয়াবা সহ এক মোটরসাইকেল যাত্রীকে আটক করেছে। ০৭ ডিসেম্বর বুধবার সকাল ১০:৪৫ মিনিটের সময় ৩১ বীর আলীকদম সেনা জোনের ক্যান্টিন চেকপোস্ট এলাকায় ৩৭০ পিচ ইয়াবাসহ আবু তাহের (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সেনা জোন সূত্রে জানা যায়, উক্ত ব্যক্তি ৪নং কুরুকপাতা ইউনিয়নের ছোটবেতী এলাকায় নির্মাণাধীন ব্রীজের মিস্ত্রির কাজে নিয়োজিত ছিল। সকালে নিজ বাড়ী গাইবান্দা যাওয়ার উদ্দেশ্য ছোটবেতী এলাকা হতে একটি ভাড়াকৃত মোটর সাইকেল যোগে যাওয়ার আলীকদম সদরে আসার পথে ৩১ বীর জোন এফএস কর্তৃক গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বাবুপাড়া এলাকা থেকে নজরদারী করে জোন ক্যান্টিন চেকপোষ্টে আটক করা হয়।