রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন মো: আলাউদ্দিন খান। গতকাল ১২ ডিসেম্বর ২০২২ তারিখে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। এর পূর্বে তিনি দীর্ঘদিন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৫ সালের পহেলা জানুয়ারী তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বিদ্যালয়টির পূর্বের প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় তার শূন্য স্থানে সরকারী বিধি মোতাবেক তাকে নিয়োগ দেয়া হয়। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মাহাবুব খান জানান, তিনি দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টিতে সুনামের সহিত সহাকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি সর্বদা সাধারণ শিক্ষার্থীদের আদর্শ শিক্ষক হিসেব কাজ করে আসছেন। এবং পূর্বের প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় তার শূণ্য পদে সরকারী বিধি মোতাবেক সকল সদস্যদের বিবেচনায় তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।