1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

হবিগঞ্জের বাহুবল থানার ওসি রকিবুল ইসলাম -ওসি ( তদন্ত) প্রজিত কুমার দাস কে জেলা শ্রেষ্ঠ অফিসার মনোনিত!

  • আপডেট সময়ঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৮২ জন দেখেছেন

মীর দুলাল -হবিগঞ্জ  :-হবিগঞ্জ বাহুবল থানার সাফল্যের স্বীকৃতি অভিন্ন মানদন্ডের আলোকে নভেম্বর/২২ মাসের হবিগঞ্জ জেলার সকল থানার তুলনামূলক পারফরমেন্স এর ভিত্তিতে বাহুবল থানা প্রথম তিন ক্যটাগরিতেই প্রথম স্থান অধিকার করেছেন  বাহুবল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান – ও শ্রেষ্ঠ ওসি (তদন্ত)  প্রজিত কুমার দাস!

ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার এর জন্য টিম বাহুবল থানাকে পুরস্কৃত করা হয়। বাহুবল থানা ইতিহাসে একসাথে তিনটি পুরস্কার এটাই প্রথম।অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান ও ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস সকল পুলিশ অফিসার ও ফোর্সদের  অভিনন্দন জানিয়েছেন! সকলের আন্তরিক প্রচেষ্টায় বাহুবল থানায়  এই সাফল্য। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার  এস এম মুরাদ আলি ও  সার্কেল  সহ বাহুবলবাসীর প্রতি,!

 

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর যোগ্য দিক নির্দেশনা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতার ফলে এই সফলতা অর্জন করায় বাহুবল থানার পক্ষ থেকে কৃতজ্ঞা প্রকাশ করেন অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম ও ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস!

বুধবার  (০৭-ডিসেম্বর ২০২২)  ইং সকাল ০৭:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে  জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

সুযোগ্য পুলিশ সুপার  এস এম মুরাদ আলি মহোদয় সুসজ্জিত অভিবাদনের মধ্য দিয়ে মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন!এবং প্যারেড পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার  প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

 

পুলিশ সুপার  প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি সকাল ০৯:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন।

১২ :৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন।

এ সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন।

উক্ত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় উপস্থিত ছিলেন  মাহফুজা আক্তার শিমুল,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ,

পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ,  মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল),  আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) ও অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ।

শেয়ার করুন

আরো দেখুন......