বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধিঃমোঃওবায়েদুর রহমান সাইদ। বিএনপি`র বিভাগীয় সমাবেশের নামে নৈরাজ্য করার প্রতিবাদে শরীয়তপুর জাজিরা উপজেলা গঙ্গানগরে বাজারে আওয়ামী-লীগের ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে গঙ্গানগর বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সাবেক ছাত্রলীগের প্রচার সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব আবদুল আলীম বেপারী। সমাবেশে সভাপতিত্ব করেন, জয়নগর ইউপির চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টু।এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-মানব সস্পদ বিষয়ক সম্পাদক কে. এম ফারুক হোসেন মুন্না, সদস্য দেলোয়ার হোসেন, শ্রমিকলীগ নেতা নুর হোসেন কাজী, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ভাসানী, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালেক খান, জয়নগর ইউপি সদস্য হালিম তালুকদার, বরকত মাদবর, নুরুজ্জামান মুন্সী, আজাহার মাদবর, জসিম শিকদার, স্বপন মাদবর সহ শরীয়তপুর জেলা, বিভিন্ন উপজেলা ও স্থানীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।