বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা: খুলনা রুপসায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করায় ০৮ জনকে জরিমানা করেছে র্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে রূপসা বাসস্ট্যান্ড রোডে র্যাব-৬ অভিযান পরিচালনা করে। এ সময়ে তাদের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রূপসা বাসস্ট্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠান চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়।
অপদ্রব্য পুশ করার অভিযোগে র্যাব-৬ আট জনকে জরিমানা করে।জরিমানা দেওয়া ব্যক্তিরা হল, আবু আমির, মো: আব্দুল হাকিম, মো: রানা, মো: শামিম সিকদার, মো: শান্ত শেখ, মো: রাসেল সরদার, সুমন শেখ ও মো: ডালিম।
এ সময়ে র্যাব-৬ তাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমান আদায় করে।
পরে ৪৫ লিটার জেলী ও ৬০ কেজি চিংড়ি মাছ সিনিয়র মৎস কর্মকর্তার উপস্থিতিতে ধবংস করা হয়।