শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা:-খুলনার ফুলতলা বোজেরডাঙ্গা থেকে বুধবার (০৭ নভেম্বর) বিদেশী রিভলবারসহ মোঃ নুরুল আমীন(৩০) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ০১টি বিদেশী রিভলবার ও ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে যে, খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি মঙ্গলবার দিবাগত রাতে খুলনা জেলার ফুলতলা থানাধীন রাড়ীপাড়া বেজরডাঙ্গায় এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ নুরুল আমীন(৩০)কে গ্রেফতার করে।
আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।