রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
মীর দুলাল হবিগঞ্জ! “হবিগঞ্জ পুনাক বিপনী বিতানের শুভ উদ্বোধন ও পুনাকে উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ;
শনিবার (০৩ ডিসেম্বর ২২) ইং বিকাল ০২:৩০ ঘটিকার সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রায় তিনশত জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হবিগঞ্জ পুনাকের সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম লুৎফুল তাহমিনা খান, সহধর্মিণী, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ উম্মে কুলসুম, সহধর্মিণী, ডিআইজি, সিলেট রেঞ্জ ও উপদেষ্টা, পুনাক, হবিগঞ্জ।
এ সময় মাননীয় প্রধান অতিথির সামনে হবিগঞ্জ জেলা পুনাকের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
পরে বিকাল ০৩:০০ ঘটিকার সময় ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পুনাক বিপনী বিতানের শুভ উদ্বোধন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার জেলা পুনাকের সভানেত্রীগণসহ হবিগঞ্জ জেলা পুনাকের সকল নেত্রীবৃন্দ।